রংপুর : নীলফামারী জেলার ডিমলা থানাধীন কুমারপাড়া এলাকা থেকে র্যাব- ১৩ এর অভিযানিক দল অপহৃত শিশু মোছাঃ মায়ামী আক্তার (১২)কে উদ্ধারসহ ১ অপহরণকারী গ্রেফতার করেছে।
১২ ফেব্রুয়ারী (বুধবার) দিবাগত রাতে র্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশু মোছাঃ মায়ামী আক্তার (১২) উদ্ধার করা হয়। অপহৃত শিশুর পিতা : মোঃ আমির উদ্দিন মিন্টু ,সাং -বাসা নং ৪০/৪ এ ,কল্যাণপুর , ঢাকা ।
অপহরণকারী হলেন , আবু আজম নাহিদ (৩৫), পিতা : নজরুল ইসলাম নজু ,ডোমার ,নীলফামারী।
তবে সবচেয়ে বড় বিষয় অপহৃত শিশু মোছাঃ মায়ামী আক্তারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরসিএন ২৪ বিডি ডটকম
অনলাইন আপডেট :
6:18 PM
Thursday, February 13, 2020 (GMT+6)
0 Comments:
Post a Comment
Thanks