Rangpur Crime News

Online News portal bangla Crime News

মুসলমানদের রমজান মাসে ঘরে নামাজ

 গোটা বিশ্বের মুসলমানদের রমজান মাসে ঘরে নামাজ পড়ার পরামর্শ দিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ৷ করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে এই অনুরোধ করা হয়েছে৷

আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমজান মাস৷ এই মাসে সাধারণত মুসলমানদের মধ্যে ধর্মচর্চা বেড়ে যায়৷ অনেকেই এই মাসে রোজা রাখার পাশাপাশি মসজিদে একসঙ্গে তারাবির নামাজ পড়েন৷ তবে, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অনেক দেশ মসজিদে নামাজ পড়া আপাতত বন্ধ রেখেছে৷


সৌদি সিনিয়র স্কলারস’ কাউন্সিল রোববার জানিয়েছে যে, তারাবিসহ অন্যান্য নামাজ মুসলমানরা ঘরেই পড়তে পারে যদি সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ সেই পরামর্শ 

‘‘মুসলমানদের গণজমায়েত পরিহার করা উচিত, কেননা, বিভিন্ন গবেষণায় গণজমায়েতকে করোনা সংক্রমণের মূল উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে,’’ কাউন্সিল জানিয়েছে৷



প্রসঙ্গত, রমজানের সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি খাওয়া, পান করা এবং ধূমপান থেকে বিরত থেকে রোজা রাখেন অনেক মুসলমান৷ এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের মসজিদে একসঙ্গে ইফতার করারও রেওয়াজ রয়েছে৷ তবে সৌদি কাউন্সিলের তরফ থেকে এবার রমজানের সময় একসঙ্গে খাওয়াদাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে৷ কাউন্সিল সবাইকে এটাও মনে করিয়ে দিয়েছে যে, ইসলামে জীবন বাঁচানোর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে৷ ফলে, করোনা মহামারির এই সময়ে নিরাপদ থাকা জরুরি৷

উল্লেখ্য, ইসলামের জন্মস্থান সৌদি আরবে মসজিদে নামাজ পড়া এবং মক্কা ও মদিনায় ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে৷ দেশটিতে রবিবার অবধি করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৯৭ জন৷ দেশটিতে সরকারি হিসেবে করোনা আক্রান্তের বর্তমান সংখ্যা ৯,৩৬২, যা আরব দেশগুলোর মধ্যে সর্বোচ্চ৷

Share on Google Plus

About আরসিএন ২৪ বিডি ডটকম

0 Comments:

Post a Comment

Thanks