Rangpur Crime News

Online News portal bangla Crime News

রংপুরে আরেকজন চীন ফেরত শিক্ষার্থীকে ভর্তি



রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের  করোনা ইউনিটে আরেকজন চীন ফেরত শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।


গত  রোববার (৯ ফেব্রুয়ারী)  রাত ১১ টা ৫৫ মিনিটে তাকে ভর্তি করা হয়। চীন ফেরত শিক্ষার্থীর  নাম আলামিন সজীব ,  লালমনিরহাট জেলার  কালীগঞ্জের চলবলা মদনপুর গ্রাম বাড়ি ।

 চীন ফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে  পড়াশোনা করত।
শিক্ষাথীর সঙ্গে রংপুর ক্রাইম নিউজের প্রতিনিধি সরোজমিনে কথা বলেন এ সময় আলামিন জানান চায়না থেকে যখন বাংলাদেশের উদ্দেশে রওনা হয় সে সময় চায়নার বিমানবন্দরে তার শারীরিক পরীক্ষা করা হয়।  সে সময় তার কোনো ধরণের কিছু ধারা পড়েনি।

আবার  রোববার সকাল ৭ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর  সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেয়া হয়।
এরপর  রাত নয়টার পর  তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে আসেন।

পরে বাড়িতে আসার পর তার পায়ে ব্যথা শুরু হয়।  এই ব্যথা জনিত কারণে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার বাবা সহ এসে ভর্তি হয়।

 হাসপাতালের করোনা ইউনিটে  কর্তব্যরত রেজওয়ানুল হক বলেন,  চীন ফেরৎ এই শিক্ষার্থীর পায়ে ব্যথা কারণে সে এসেছে , তবে এ শিক্ষার্থী চীন থাকে আজ বাংলাদেশে এসেছেন আর তাই তার সকল পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যাবে তার কোরনা ভাইরাসে আক্রান্ত কিনা ।

এদিকে, গত  শনিবার থেকে সেখানে চিকিৎসাধীন আছেন চীন ফেরৎ আরেক শিক্ষার্থী তাশদীদ হোসেন। তার শরীরের ঘাম রক্ত এবং লালার নমুনা আইইডিসিআরের ল্যাব টেকনিশিয়ান নিয়ে গেছেন। মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দিবে আইইডিসিআর।

আরসিএন ২৪ বিডি ডট কম / ১০ ফেব্রুয়ারি ২০২০
অনলাইন আপডেট : ০৪:১৯ এ এম




Share on Google Plus

About আরসিএন ২৪ বিডি ডটকম

0 Comments:

Post a Comment

Thanks