Rangpur Crime News

Online News portal bangla Crime News

শেষ হলো আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগীতা – বিজিবি

দিনাজপুরে রংপুর রিজিয়ন পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )কর্তৃক আয়োজিত আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।

এ প্রতিযোগীতা শুরু হয় গত ২২ জানুয়ারি থেকে আর শেষ হলো ২৮ জানুয়ারি।

এই প্রতিযোগীতায় রংপুর রিজিয়নের ১৫টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ব্যাটালিয়ন যথাক্রমে, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি), লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি), নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি), পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি), জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি), রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি), চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি), নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি), রহনপুর ব্যাটালিয়ন(৫৯ বিজিবি), তিস্তা-২ ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।

Share on Google Plus

About Hotel Sadman

0 Comments:

Post a Comment

Thanks