Rangpur Crime News

Online News portal bangla Crime News

পবিত্র রমজান মাসে যা করনীয় ও বর্জনীয়!!!

 

***************************************

ররমজান *



রমজান মাসে সকল খারাপ কাজ থেকে নিজে কে দূরে রাখুন 


(১) রমজান মাসে কুরআন তিলওয়াত করুন বেশী বেশী, পারলে কয়েকবার খতম করুন । এ মাসে প্রতি হরফের জন্য ৭০ নেকী বরাদ্দ করা হয়ে থাকে যেটি পূর্বে ১০ নেকী ছিলো ।

(২) নিয়মিত নামাজ আদায় করুন, এক ওয়াক্তও মিস করবেননা ।

(৩) নিয়মিত হাদিস পড়ুন এবং সে অনুযায়ী আমল করুন ।

(৪) রোজা রাখার উদ্দেশ্যে সেহরী খান এবং সময়মত ইফতার করুন ।

(৫) কোনসময় ভোর রাতে উঠতে না পারলেও নিয়ত করে রোজা রেখে দিন ।

(৬) রোজা রেখে কোনপ্রকার খারাপ কাজে শামিল হবেননা ।

(৭) ঝগড়া বিবাদ, মিথ্যা বলা, গীবত করা এসব থেকে দূবে থাকবেন ।

(৮) জীবনে যে নামাজ কখনো পড়েননি, তাহাজজুদ, আউয়াবীন, ইশরাক এসব নামাজ পড়ুন ।

(৯) সালাতুত তসবীহ পুরো মাসে অন্তত একবার হলেও পড়ুন ।

(১০) বেজোড় রাত্রিগুলোতে বেশী বেশী ইবাদত করুন। 

(১১) সর্বোপরি আল্লাহর নিকট বেশী বেশী তাওবাহ করুন ।

যাহা বর্জণীয়!!

***************

রমাদান মাসের ফজিলত হাসিল করার জন্য এমন কিছু কাজ রয়েছে যা থেকে বিরত থাকা দরকার, সেগুলো নিম্নে উপস্থাপন করা হলো :

(১) বিলম্বে ইফতার করা

(২) সাহরী না খাওয়া

(৩) শেষের দশ দিন কেনা কাটায় ব্যস্ত থাকা

(৪) মিথ্যা বলা ও অন্যান্য পাপ কাজ করা

(৫) অপচয় ও অপব্যয় করা

(৬) তিলাওয়াতের হক আদায় না করে কুরআন খতম করা

(৭) জামা‘আতের সাথে ফরয সালাত আদায়ে অলসতা করা

(৮) বেশি বেশি খাওয়া

(৯) রিয়া বা লোক দেখানো ইবাদাত করা

(১০) বেশি বেশি ঘুমানো

(১১) সংকট তৈরি করা জিনিস পত্রের দাম বৃদ্ধির জন্য

(১২) অশ্লীল ছবি, নাটক দেখা

(১৩) বেহুদা কাজে রাত জাগরণ করা

(১৪) বিদ‘আত করা

(১৫) দুনিয়াবী ব্যস্ততায় মগ্ন থাকা

(১৬) আল্লাহর উপর ভরশা না করা।

আল্লাহ তা'য়ালা পবিত্র এই রমজান মাসে সমস্ত খারাপ কাজ পরিহার করে বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুন। আমিন।

Share on Google Plus

About আরসিএন ২৪ বিডি ডটকম

0 Comments:

Post a Comment

Thanks